মো: সাইফুল ইসলাম খোকন, চকরিয়া:
চকরিয়ায় গতকাল ২৩ এপ্রিল ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনষ্ঠিত হয়। অবাধ ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটারা শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রয়োগ করেছে। চকরিয়া উপজেলা নিবাহী অফিসার সমন্বেয়ে গঠিত আইন শৃংখলা রক্ষাবাহিনী সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে। এ নির্বাচনে কোন প্রার্থীর অভিযোগ ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বেশ কিছু প্রার্থীরা প্রশাসনের এ দৃষ্ঠান্ত দেখে খুশি হয়েছেন। তবে কয়েকটি কেন্দ্রে সাধারণ আসনের সদস্যরা বাহিরে ছোট খাট ঘটনা ছাড়াই সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে গতকাল ২৩ এপ্রিল নির্বাচন শতভাগ সুষ্ঠ হয়েছে বলে ধারা যায়। গতকালের নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন, ফাঁসিয়াখালীতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী, সুরাজপুর মানিকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিমুল হক, চিরিঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউনিয়নে মহসীন বাবুল, কাকারা ইউনিয়নে শওকত হোসেন, হারবাংয়ে মিরন উদ্দিন। বিএনপির পক্ষ থেকে বরইতলী ইউনিয়নে জালাল সিকদার, বমুবিলছড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব, জামায়াত স্বতন্ত্র প্রার্থী খুটাখালীতে বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান, লক্ষ্যাচর চরে জামায়াতের নেতা কায়ছার ও ডুলাহাজারায় জাতীয়পাটি (এরশাদ) নুরুল আমিন , কৈয়ারবিলে আওয়ামীলীগের বিদ্রোহী ও জামায়াতের সর্মথিত প্রার্থী মক্কী ইকবাল বেসরকারী ভাবে নিবাচিত হয়েছে। গতকাল নির্বাচনে চকরিয়া নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জানান, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের প্রথম দাপে ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য তারা উপজেলার ৬ জন কর্মকর্তাকে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়ে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ করেছেন।
পাঠকের মতামত: